রবিবার সকালে ক্যানিং স্ট্রিট বহুতলে ভয়াবহ আগুন। আগুন লেগেছে সকাল সাড়ে নটা নাগাদ। ছুটির দিনে এই ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে। আগুন লাগার দমকলের বারোটি ইঞ্জিন চলে আসার পরেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আনা হয়েছে অ্যাম্বুল্যান্সও। চারতলার এই বিল্ডিংয়ে প্লাস্টিকের গুদাম ছিল। সেখানে প্রথম আগুন লাগে। সেখান থেকে নিচের তলায় ছড়ায়। দমকলকর্মীরা সকাল সাড়ে দশটা নাগাদ এসে ভেতরে ঢুকে ঘটনাস্থলে পৌঁছনোর চেষ্টা করছেন। বহুতলে একাধিক সোনার দোকান রয়েছে বলে খবর।