আগের সব রেকর্ড ভেঙে রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত ৮৯৫, বাড়লো মৃত্যুও!

0
1

করোনা সংক্রমণ ও মৃতের নিরিখে এবার অতীতের সব রেকর্ড ভেঙে গেলো এ রাজ্যেও। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৯৫ জন। তার ফলে এখনও পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২,১২৬। এই ২৪ ঘন্টার মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ২১ জন করোনা রোগীর। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৫৭। আজ, রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছেছে।

সেখানে স্বাস্থ্য ভবন আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৬,৬৫৮। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন আরও ৫৪৫ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪,৭১১।