করোনা চিকিৎসায় হাসপাতালগুলিকে নয়া নির্দেশিকা প্রটোকল মনিটরিং টিমের

0
1

করোনা চিকিৎসায় গাফিলতি এড়াতে হাসপাতালগুলিকে একগুচ্ছ নির্দেশিকা দিল প্রটোকল মনিটরিং টিম। সরকারি এবং বেসরকারি হাসপাতালকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে-

▪️ করোনা আক্রান্ত রোগীর আইসিইউর প্রয়োজন হলে তা অগ্রাধিকার দিতে হবে।
▪️ অন্য রোগী এবং স্বাস্থ্যকর্মীরা যাতে সংক্রমিত না হয় সেদিকে নজর দিতে হবে।
▪️ অক্সিজেন এবং প্রেসক্রিপশন সঠিক ভাবে তৈরি করতে হবে।
▪️ এই সংক্রান্ত যাবতীয় গাইডলাইন মানতে হবে চিকিৎসকদের।