ফের করোনার কবলে পুলিশকর্মী। করোনা আক্রান্ত বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি-ট্রাফিক ধৃতিমান সরকার। তবে তাঁর কোনও উপসর্গ নেই। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। স্ত্রী, বাড়ির পরিচারিকা, নিরাপত্তারক্ষী, গাড়িচালক-সহ ৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
‘বন্দে ভারত মিশন’-এ বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই পুলিশ অফিসার। যাত্রীদের বিমানবন্দর থেকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানোর কাজের তদারকি করছিলেন তিনি। উপসর্গ না থাকলেও লালা রসের পরীক্ষা করানো হয়। শনিবার রিপোর্ট পজিটিভ আসে। প্রসঙ্গত, বিধাননগর সাইবার সেল এবং উত্তর থানায় করোনা সংক্রমণ বেশি। সাব ইনস্পেক্টর, কনস্টেবল-সহ বেশ কয়েকজন পুলিশকর্মী, আধিকারিক করোনা আক্রান্ত। অন্যদিকে বিধাননগর পূর্ব থানার পুলিশ ব্যারাকের ৫ জনকে এক সপ্তাহ আগেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।




























































































































