বদলাচ্ছে উপসর্গ, ভাইরাস এবার কোপ বসাচ্ছে পেটে!

0
3

ক্রমশ উপসর্গ বদলে যাচ্ছে নভেল করোনাভাইরাসের। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান আগেই জানিয়েছিল বেশ কিছু নতুন উপসর্গ দেখা যাচ্ছে। যার মধ্যে রয়েছে ডায়েরিয়া, বমিভাব ও মাথাযন্ত্রণা রয়েছে। আর এই উপসর্গগুলি মারাত্মক ভাবে দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে চিকিৎসা শুরু হওয়ার আগে রোগীর মৃত্যু হচ্ছে।

চিকিৎসকরা জানাচ্ছেন ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জিনের গঠন বদলা করছে এই ভাইরাস। আর তাই উপসর্গও বদলে যাচ্ছে। এবার আক্রান্ত হচ্ছে রোগীর গ্যাস্ট্রো ইনটেস্টিনাল ট্র্যাক। যার ফলে বমি বমি ভাব এবং ডিহাইড্রেশান হচ্ছে। শরীরে অক্সিজেনের পরিমাণ কমছে। ব্লাডপ্রেসার, সুগার কমে মৃত্যু হচ্ছে অনেকের।