২০দিন পর কাল বাড়ি ফিরছেন শিলিগুড়ির প্রশাসক, কুর্নিশ ডাক্তার-নার্সদের

0
1

কাল সোমবার, করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরছেন অশোক ভট্টাচার্য। শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা বর্তমান প্রশাসক এবং বিধায়ক অশোক ভট্টাচার্য হাসপাতালের বেডে শুয়েই বাড়ি ফেরার খুশি ঢাকতে পারেননি। বললেন, অসংখ্য ধন্যবাদ ডাক্তার এবং নার্সিং স্টাফদের। তাঁরা অসাধ্য সাধন করেছেন।

কেন এমন কথা বলছেন অশোক? বর্ষীয়ান বাম রাজনীতিবিদ বলছেন, আমার বুকে জল জমেছিল, নিউমোনিয়ার মতো সমস্যা দেখা দিয়েছিল। এক বছর হয়েছে আমার হৃদযন্ত্রে সমস্যার কারণে স্টেন বসাতে হয়। মধুমেহ রোগ রয়েছে। এই অবস্থার মাঝে আমি আমার মানসিক লড়াই তো চালিয়েছি, ডাক্তার, নার্সরা অসাধ্য সাধন করেছেন। তবে অ্যাসিমটোম্যাটিক পেশেন্টদের নিয়ে চিকিৎসকদের ভাবা উচিত। কী করে শিলিগুড়িতে ৩২ বছরের যুবক বা ২৩ বছরের ফুটবলার মারা গেল তার কারণ খুঁজতে হবে। তাছাড়া রক্তে অক্সিজেন কখন কমছে সেটা চিকিৎসকদের বুঝতে হবে। এই সমস্যার কারণেই অনেকের সিরিয়াস অবস্থা হচ্ছে।