ঘুমন্ত অবস্থায় কলেজছাত্রীকে গলার নলি কেটে খুন

0
1
প্রতীকী ছবি

এবার ঘুমন্ত অবস্থায় কলেজ ছাত্রীকে নৃশংসভাবে গলা কেটে খুন করা হলো। ঘটনা মুর্শিদাবাদের দৌলতাবাদের সলুয়া গ্রামের। পরিবারের অভিযোগ স্কুলের সহপাঠীর বিরুদ্ধে। মৃতের নাম মুর্শিদা খাতুন।

সলুয়া গ্রামের বাসিন্দা ওই তরুণী বহরমপুর কলেজের বিএ প্রথম বর্ষের পড়ুয়া। পরিবারের দাবি, গতকাল রাতে মা ও এক আত্মীয়ার সঙ্গে ঘুমোচ্ছিলেন মুর্শিদা। অভিযোগ, মাঝরাতে চিৎকারে ঘুম ভেঙে দেখা যায় গলার নলি কাটা অবস্থায় পড়ে রয়েছেন ওই তরুণী। আততায়ী খোলা দরজা দিয়ে ঢুকে গরাদহীন জানালা দিয়ে পালায় বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তরুণীর স্কুলের সহপাঠী ইদানিং হুমকি দিচ্ছিল বলে অভিযোগ মৃতের পরিবারের। তবে কি প্রেমে প্রত্যাখ্যানের জেরে খুন? তদন্তে নেমেছে পুলিশ।