দেশের তুলনায় পশ্চিমবঙ্গে কমেছে বেকারত্বের হার: টুইট মুখ্যমন্ত্রীর

0
1
ফাইল চিত্র

কোভিড পরিস্থিতিতে দেশে অর্থনৈতিক অবস্থা শোচনীয়। বাংলায় এর সঙ্গে যুক্ত হয়েছে সুপার সাইক্লোন আমফানের ক্ষয়ক্ষতি। কিন্তু রাজ্য সরকার বলিষ্ঠ অর্থনৈতিক কৌশল নেওয়ার কারণে কোভিড ১৯ এবং আমফানের প্রবল ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করা গিয়েছে। নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, এর প্রমাণ এ বছর জুন মাসে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ৬.৫ শতাংশে নেমেছে। যেটা ভারতের বেকারত্বের হার তুলনায় অনেকটাই কম। সিএমআইই-র পরিসংখ্যান অনুযায়ী, ভারতে বেকারত্বের হার ১১ শতাংশ, উত্তরপ্রদেশে ৯.৬ শতাংশ, হরিয়ানায় ৩৩.৬ শতাংশ।

দেশে কেন্দ্রে বিজেপি সরকার, উত্তরপ্রদেশেও তাই, হরিয়ানাতে বিজেপি জোট। রাজ্যে বিজেপি নেতারা সবসময়ই রাজ্য সরকারের সমালোচনায় ব্যস্ত। অথচ তাঁদের দলের ক্ষমতায় থাকা জায়গাগুলিতে বেকারত্বের হার পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি।