কামারহাটিতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, ৭ বছরের ছেলের বয়ানে ঘণীভূত রহস্য!

0
1
প্রতীকী ছবি

উত্তর ২৪ পরগণার কামারহাটিতে এক গৃহবধূর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গৃহবধু সঙ্গীতা আদকের দেহ তাঁর শ্বশুরবাড়ি থেকেই উদ্ধার করে পুলিশ। ঘটনার পরই সঙ্গীতাদেবীর বাপের বাড়ির লোক শ্বশুরবাড়ির বিরুদ্ধে তাঁদের মেয়েকে খুন করার অভিযোগ এনেছে। অভিযোগ অস্বীকার করে শ্বশুরবাড়ির দাবি, আত্মহত্যা করেছেন সঙ্গীতা। পুলিশ মহিলার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

এদিকে, সঙ্গীতা আদকের ৭ বছরের ছেলের বয়ানে ঘণীভূত হচ্ছে রহস্য। বাচ্চা ছেলেটি তার মায়ের মৃত্যুর জন্য তারই মামার এক বন্ধুকে দায়ী করেছে। খুন নাকি আত্মহত্যা? খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, বছর দশেক আগে কামারহাটির আমবাগান এলাকার গৌতম আদকের সঙ্গে বিয়ে হয় রথতলার বাসিন্দা সঙ্গীতা দাসের।