মমতার দাবি মেনে চার রাজ্যের সঙ্গে বাংলার উড়ান বন্ধ করল কেন্দ্র

0
9
plane

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে চার রাজ্যের ৬টি শহর থেকে বিমান চলাচল বন্ধ করল কেন্দ্রীয় সরকার।

দিল্লি 
মুম্বই 
পুনে 
নাগপুর
চেন্নাই
আহমেদাবাদ

এই ৬টি থেকে কোন বিমান রাজ্যে যাতায়াত করবে না। ৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে।
বেশি সংক্রমিত এলাকাতে থেকে বিমান চলাচল করলে বাংলাতেও করোনা সংক্রমণ বাড়তে পারে। এই কারণে আগেই হটস্পট থেকে বিমান চলাচল নিয়ন্ত্রণের প্রস্তাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে কেন্দ্রকে চিঠি পাঠান রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা। মমতা বন্দোপাধ্যায়ের দাবি মেনে বিমান চলাচল বন্ধ রাখছে কেন্দ্র।