এবার সপরিবারে সেল্ফ আইসোলেশনে সোমেন মিত্র

0
1

এবার সপরিবারে সেল্ফ আইসোলেশনে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তাঁর উত্তর কলকাতার আমহার্স স্ট্রিট এলাকার বাসভবন সংলগ্ন একটি ফ্ল্যাটে একজন কোভিড-১৯ পজিটিভ চিহ্নিত হওয়ার কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। তাই বেশ কিছুদিন সোমেন মিত্র এবং তাঁর পুত্র রোহন মিত্র কোনও রাজনৈতক কর্মসূচিতে অংশ নেবেন না বলেই জানানো হয়েছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে।

ইতিমধ্যেই কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে ওই সংশ্লিষ্ট এলাকা স্যানিটাইজ করার আবেদন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।