সুন্দরবনে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত ব্লক সভাপতি, কর্মাধ্যক্ষের

0
2

উত্তর ২৪ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের আমফানের ক্ষতিগ্রস্তদের টাকা নিয়ে নেওয়ার অভিযোগ। স্থানীয় গ্রামবাসী সাবিরা বিবি ও মোশারফ গাজি বলেন হিঙ্গলগঞ্জ তৃণমূলের ব্লক সভাপতি শহিদুল্লাহ, কর্মাধ্যক্ষ স্বরূপ প্রামাণিক, পঞ্চায়েত সদস্য-সহ ৫ জন নিজের নাম পদ ব্যবহার করে কুড়ি হাজার টাকা করে তুলে নিয়েছেন। তাঁদের অ্যাকাউন্টে জমা পড়েছে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

তাঁদের অভিযোগ, যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁরা ক্ষতিপূরণ না পেয়ে দোতলা, একতলা বাড়ির মালিকদের শাসকদলের পক্ষ থেকে পাইয়ে দেওয়া হচ্ছে। এই অভিযোগ অস্বীকার করেছেন হিঙ্গলগঞ্জ ব্লক সভাপতি ও কর্মাধ্যক্ষ। তাঁদের অভিযোগ, চক্রান্ত করে তাঁদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই টাকা তাঁরা ফেরত দিয়ে দিয়েছেন। ইতিমধ্যে ব্লক সভাপতি, কর্মাধ্যক্ষ, সদস্য সহ ৫ জনের বিরুদ্ধে হিঙ্গলগঞ্জের বিডিও সৌম্য ঘোষ জেলা ও রাজ্য নেতৃত্ব কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।