সদ্য স্নাতকোত্তর উত্তীর্ণ ৩০০ চিকিৎসক নিয়োগ রাজ্যে

0
1

স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়ার ৪ দিনের মধ্যেই ৩০০ জুনিয়র ডাক্তারকে নিয়োগ করল রাজ্য সরকার।
জানা গিয়েছে ,
করোনা আবহে চিকিৎসকের ঘাটতি মেটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । গত ১ জুলাই স্নাতকোত্তরের ফলপ্রকাশ হয়। সেই ফলের ভিত্তিতেই ৩০০ জনকে নিয়োগ করা হয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে বিভিন্ন হাসপাতালে একের পর এক চিকিৎসক আক্রান্ত হওয়ায় হাসপাতালগুলিতে চিকিৎসকের ঘাটতি দেখা দিয়েছে । এদিকে করোনা রোগীর সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। তাই বাধ্য হয়েই স্বাস্থ্য দফতর সদ্য স্নাতকোত্তর উত্তীর্ণ চিকিৎসকদের নিয়োগ করেছে । যদিও ওয়াকিবহাল মহলের মত, এভাবে সদ্য উত্তীর্ণদের নিয়োগ করাটাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ ।