কেটে গেল দশটা বছর! জেনে নিন ধোনি-সাক্ষীর বিয়ের কিছু অজানা কথা…

0
3

সুখে-দুঃখে হাতে হাত রেখে তাঁরা পার করলেন ১০টি বছর। ২০১০ সালে ৪ জুলাই সাক্ষী সিং রাওয়াতের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।

২০০৮ সালের মার্চ মাস থেকে ধোনি ও সাক্ষী পরস্পরের সঙ্গে মেলামেশা শুরু করেছিলেন। এক কমন ফ্রেন্ড-এর মাধ্যমেই দুজনের নতুন করে আলাপ হয়।

এমএস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি-র দৌলতে ধোনি-সাক্ষীর প্রেমকাহিনী এখন প্রায় সবারই জানা। ধোনি ও সাক্ষী দুজনেই সেই সময় নিজেদের সম্পর্কের কথা গোপন করেছিলেন।

ধোনি এমনিতেই মিডিয়া এড়িয়ে চলেন। জানা গিয়েছে, দলের অনেক সতীর্থ পর্যন্ত ধোনির বিয়ের খবর আগে থেকে জানতেন না। দেরাদুনে একটি রিসর্টে কার্যত চুপিসারেই বিয়ে করেছিলেন ধোনি।

২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি ধোনি-সাক্ষীর সংসারে আসে মেয়ে জিভা।