হারিয়ে যাওয়া টাকা ফিরিয়ে দিল কলকাতা পুলিশ

0
1

ফের এক ব্যক্তিকে তাঁর খোয়া যাওয়া টাকা পাইয়ে দিতে সাহায্য করলো কলকাতা পুলিশ। বৃহস্পতিবার ডানকুনির বাসিন্দা শুভেন্দু প্রসাদ আর জি কর হাসপাতালে সামনে হারিয়ে ফেলে টাকা। হারিয়ে যাওয়ায় টাকাই শুক্রবার তাঁর হাতে তুলে দেয় কলকাতা পুলিশ।

টুইট করে কলকাতা পুলিশ জানিয়েছে, গতকাল ডানকুনির বাসিন্দা শুভেন্দু প্রসাদ উল্টোডাঙ্গা থানায় এসে তিনি জানিয়েছিলেন আরজিকর হাসপাতালের কাছে ১৪,৬০০ টাকা তিনি হারিয়ে ফেলেছেন। এরপরে তদন্তে নামে এসআই আর মেহেতা এবং এসআই আফতাব আহমেদ। তারপরেই ঘটনাস্থল থেকে এক ভবঘুরের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ওই টাকা। এরপর শুক্রবার শুভেন্দুকে টাকা ফিরিয়ে দেয় পুলিশ।