দলের ভার্চুয়াল মেগা বৈঠকে শুক্রবার সুপ্রিমো একদিকে যেমন দীর্ঘ লকডাউনের কারণে ঝিমিয়ে পড়া দলীয় নেতা কর্মীদের চাঙ্গা করেছেন, তেমনি নাম এবং এলাকা ধরে ধরে দলীয় কোন্দল বন্ধের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কোনও আপোষ নয় বুঝিয়ে দিয়েছেন।
মাঠে নামার নির্দেশ
বিজেপি একতরফা প্রচার চালাচ্ছে। তৃণমূল নেই কেন? সরকারের কাজের প্রচার করছে না কেন বিধায়করা? সরকারের প্রচার চাই। আর কেন্দ্রের তেলের দাম বৃদ্ধি, কয়লাখনি-রেল বেসরকারিকরণ, সমবায় ব্যাঙ্কের উপর কেন্দ্রের হস্তক্ষেপের বিরুদ্ধে আন্দোলনের নির্দেশ।
বিধায়কদের টোটকা
ভোটে দাঁড়াতে চাও না? জিততে চাও না? হাত তুলে সকলকে জানাতে বলে প্রার্থী না হওয়ার শঙ্কা দূর করিয়ে মাঠে নামানোর টোটকা। এক বিধায়ক হাত না তোলায় নেত্রীর প্রশ্ন, দাঁড়াতে চাও না? সঙ্গে সঙ্গে তিনি হাত তুলেছেন। চাঙ্গা করার পাশাপাশি নেত্রী বুঝিয়ে দিয়েছেন, কিছু বিধায়কের অনুদ্যোগী মনোভাব তাঁর চোখ এড়াচ্ছে না। এটাও বুঝিয়ে দিয়েছেন, দলের কোথায় কে কী করছে, সব তাঁর র্যাডারে রয়েছে।
চার বিধায়ককে ধমক
পুরুলিয়ার শান্তিরাম মাহাতো। ঘর থেকে বেরোননি। নেত্রীর সাফ কথা, সুস্থ থাকতে হবে, কিন্তু মানুষের সঙ্গেও তো থাকতে হবে।
শালবনিতে বিধায়ক শ্রীকান্ত মাহাতোর সঙ্গে ব্লক সভাপতি নেপাল সিংহের লড়াই প্রসঙ্গে নেত্রী বলেন, শ্রীকান্ত এখনও নেপালের সঙ্গে ঝগড়া করছিস? গড়বেতার আশিস চক্রবর্তী ও নারায়গড়ের প্রদ্যোত ঘোষকে ভোটার তালিকায় নাম তোলার কাজ কেন হয়নি জানতে চান। দুজনই দাবি করেন, কাজ হয়েছে।
বালুর উপর কড়া নজর
উত্তর ২৪ পরগণায় ত্রাণ নিয়ে নানা অভিযোগের কারণে জ্যোতিপ্রিয় কীভাবে কাজ করছেন, তার খোঁজ খবর নেন। বসিরহাটে বারবার ক্ষোভ-বিক্ষোভের কারণে নারায়ণ গোস্বামীকে ভিডিও বৈঠকে এনে জানতে চান কেন এরকম হচ্ছে? তিনি স্থানীয় পঞ্চায়েতের কর্তাদের ঘাড়ে দোষ চাপান। এবার সুব্রত বক্সি বলেন, এদের তো তোমরাই নির্বাচন করেছ।
দুর্নীতিবাজদের তাড়াও, চাইলে অন্য দলে
বসিরহাট নিয়ে কথা বলতে গিয়েই তৃণমূল সুপ্রিমো উষ্মা ঢেকে রাখেননি। বলেন, যারা দুর্নীতি করছে, তাদের দল থেকে তাড়াও। যেহেতু স্থানীয় নেতারাই তাদের বেছেছিলেন, তাই তাদেরই দায়িত্ব দুর্নীতিবাজদের তাড়ানো। নেত্রী স্পষ্ট কথা যারা দল ছেড়ে অন্য দলে যেতে চায় তারা চলে যাক।
সংরক্ষণের কারণে কাজে অনীহা
পুরসভার কাজকর্ম নিয়ে বেশ কিছু কাউন্সিলরদের বিরুদ্ধে তোপ দাগেন নেত্রী। জানান অনেকে সংরক্ষণের কারণে প্রার্থী হতে পারবে না জেনে কাজ করছে না। এসব চললে দল তা আর সহ্য করবে না বলেও সাফ জানান।
মন্ত্রী, সাংসদকে হুঁশিয়ারি
উত্তরবঙ্গের মন্ত্রী সাংগঠনিক কাজের জন্য এর আগেও ধমক খেয়েছেন খেলেন এবারও তার এলাকায় সংগঠন বিজেপির হাতে চলে গিয়েছে তা বুঝিয়ে দিয়েছেন নেত্রী অন্যদিকে কৃষ্ণনগরের সভানেত্রী তথা সাংসদ মহুয়া মৈত্রর কাজকর্ম নিয়ে স্থানীয় নেতারা এই অভিযোগ করেছেন। সে প্রসঙ্গে বলেন, দলের পুরোনো দিনের নেতাদের সঙ্গে নিয়ে চলতে হবে, গুরুত্ব দিতে হবে।
২১ জুলাই যা হবে
ধর্মতলায় শহিদদ দিবস নয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ২১ জুলাই দুপুর দু’টোয় তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, নেতাদের উদ্দেশে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর দুপুর একটা থেকে ব্লকে ব্লকে শহিদ দিবস পালন করবেন কর্মীরা। ২৫ জনের বেশি কর্মী জমায়েত নয়। শহিদ বেদীতে মালা, শ্রদ্ধা জ্ঞাপন, বক্তব্য। এলাকায় জায়ান্ট স্ক্রিনে নেত্রীর ভাষণ।
টানা কর্মসূচি
৬-১৩ জুলাই কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে টানা কর্মসূচি। ৭ জুলাই রেলের বেসরকারিকরণের প্রতিবাদে রেল স্টেশনের সামনে অবস্থান বিক্ষোভ। ৮ জুলাই, পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাড়ির সামনে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ। ৯ জুলাই কয়লাখনি বেসরকারিকরণ করার প্রতিবাদে বিক্ষোভ। ১০ জুলাই সমবায় ব্যাঙ্কের উপর কেন্দ্রের হস্তক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ।