ফের শহরে অস্বাভাবিক মৃত্যু। শনিবার দুপুরে বেহালার পর্ণশ্রীর বনমালি নস্কর রোডের একটি বাড়ির দোতলায় আচমকাই আগুন লাগে। ভিতরে সেই সময় আটকে পড়েন মা (সোমা মিত্র বয়স-৬৯), মেয়ে (কাকলি মিত্র বয়স-৪৩)। অভিযোগ, বেরোতে না পেরে ঘরের ভিতরেই ঝলসে মৃত্যু হয় তাঁদের। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।