শহরে ফের ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। আজ, শনিবার আনুমানিক রাত ৯টা নাগাদ আগুন লাগে গোপালনগর-আলিপুর কোর্ট সংলগ্ন ২৩ নম্বর বেলভেডিয়ার রোডে। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সেখানকার একটি বহুতল আবাসনে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। দমকলের কমপক্ষে ৮টি ইঞ্জিনের সহায়তায় প্রায় ঘন্টাখানেরকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বহুতলটির ৯ তলায় আগুন লাগে। প্রাথমিকভাবে দমকল আধিকারিকদের অনুমান, শর্ট সার্কিটের জন্যই এই অগ্নিকাণ্ড। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।





























































































































