শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ২২ হাজার ৭৭১ জন, বাড়ছে সুস্থতার হারও

0
1

ভারতে করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। এবার দেশে একদিনে করোনা আক্রান্ত হলেন আরও ২২ হাজার ৭৭১ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৪৮ হাজার ৩১৫। এই ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৪৪২ জনের। ফলে এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ১৮ হাজার ৬৫৫ জনের। আজ, শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ৩৫ হাজার ৪৩৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ৩ লক্ষ ৯৪ হাজার ২২৬ জন করোনা জয়ী।