অশোক ভট্টাচার্য ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে

0
3

আপাতত সুস্থ শিলিগুড়ির বিধায়ক ও পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। তাঁকে আইসিইউ থেকে সাধারণ শয্যার কেবিনে নিয়ে যাওয়া হয়েছে।

নার্সিংহোম সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে তাঁর লালারস পরীক্ষার রিপোর্ট এলে দেখা যায় এখন আর অশোক ভট্টাচার্যের করোনা সংক্রমণ নেই। দলের জেলা সম্পাদক জীবেশ সরকার জানিয়েছেন, চিকিৎসকের সঙ্গে তাঁর কথা হয়েছে। সব ঠিক থাকলে এক দু’দিনের মধ্যেই পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যানকে নার্সিংহোম থেকে ছাড়া হবে।

এদিন অশোক ভট্টাচার্য তাঁর চিকিৎসা ব্যবস্থার জন্য সোশ্যাল মিডিয়াতে মুখ্যমন্ত্রী, নার্সিংহোম কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান।