বীভৎস!
একটি গাড়ি আচমকাই এসে এক মহিলাকে ধাক্কা মারলো। আশেপাশে থাকা মানুষ ওই মহিলাকে তুলতে এলে ফের ওই গাড়িটি একেবারে মহিলার গায়ের ওপর গাড়িটি তুলে দেয়। এবং টেনে হিছড়ে বেশ কিছুটা দূরে নিয়ে যায়। ঘটনা দিল্লির চিল্লা গ্রামের।
প্রথমে পুলিশ জানিয়েছিল, “অভিযুক্ত একজন সাব ইন্সপেক্টর। ঘটনার সময় সে মদ্যপ অবস্থায় ছিল। তাকে গ্রেফতার করা হয়েছে। মহিলা এখন হাসপাতালে চিকিৎসাধীন।”
এরপর পুলিশ জানায়, “চিল্লা গ্রামের ঘটনার সঙ্গে অভিযুক্ত পুলিশ সদস্য কোনভাবেই যুক্ত নয়। এই গাড়ি ভানু নামে এক ব্যক্তি চালাচ্ছিলেন। গতকাল গাজীপুরের ঘটনায় যুক্ত ছিল পুলিশ। যেখানে এক মহিলা গাড়ি চালাচ্ছিলেন।”































































































































