করোনা আক্রান্ত লকেটের দ্রুত আরোগ্য কামনায় যজ্ঞ করলেন অনুগামীরা

0
1

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই খবর জানার পরই রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ফোন করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। পাশে থাকার কথা জানান।

লকেটের অনুগামীরাও নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। বিশেষ করে হুগলির সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মী-সমর্থকরা ঈশ্বরের কাছে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

লকেটের লোকসভা কেন্দ্রের অন্তর্গত চুঁচুড়ার পোলবা থানা এলাকায় বিজেপি নেত্রী তথা সাংসদের দ্রুত আরোগ্য কামনা জন্য একটি যজ্ঞের আয়োজন করা হয়। ভগবানের কাছে তাঁদের একটাই প্রার্থনা, “দিদি সুস্থ হয়ে উঠুন। আবার মানুষের সেবায় ব্রতী হন।”