তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমের খয়রাশোলের রানি পাথর এলাকায়। পরিবারের অভিযোগ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে তাঁকে। ঘটনার তদন্ত শুরু করেছে খয়রাশোল থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে।
তৃণমূল কর্মী শিশির বাউরি আমাজোলা গ্রামের বাসিন্দা। পরিবারের দাবি, শুক্রবার রাতে রানি পাথর গ্রামের কয়েকজন তাঁকে ডেকে নিয়ে যান। সকালেও শিশির বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজখবর শুরু করেন। প্রথমে যাঁরা ডেকে নিয়ে গিয়েছিলেন, তাঁদের কাছে গিয়ে খোঁজ করেন। যদিও তাঁরা কোনো সদুত্তর দিতে পারেননি বলে অভিযোগ শিশিরের পরিবারের। এরপরই স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানা যায়, পুকুরপাড়ে শিশিরের দেহ পড়ে আছে।
শিশির বাউরি মাথার বাঁদিকে গভীর ক্ষতচিহ্ন ছিল বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক অনুমান, গুলি করে খুন করা হয়েছে তাঁকে। বছরখানেক আগে বিজেপি ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।