লাদাখে প্রধানমন্ত্রী : তিন প্রশ্ন সুজনের

0
3

প্রধানমন্ত্রী তো লাদাখ যেতেই পারেন। কিন্তু চুপিসারে গিয়ে তাঁকে কেন বলতে হলো, এই দেখ আমি লাদাখে এসেছি? নরেন্দ্র মোদির লাদাখ সফর নিয়ে সাফ কথা সিপিএমের পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তীর।

সুজন বলেন, যুদ্ধ কোনও সমাধান নয়। কিন্তু কেন্দ্রের সরকারের কাছে তিনটে প্রশ্ন,

এক. প্রধানমন্ত্রী সর্বদল সভায় বলেছিলেন, চিনের সেনা আমাদের ভূখণ্ডে ঢুকতে পারেনি, স্পর্শ করতে পারেনি। তাই যদি হয়, তবে, আমাদের জওয়ানদের সঙ্গে চিনের সেনার লড়াই হলো কেন, ২০ জনের মৃত্যু হলো কেন?

দুই. পুলওয়ামায় কী হয়েছিল তা এখনও আমরা জানতে পারিনি। প্রধানমন্ত্রী সেটা কবে জানাবেন?

তিন. চিনের প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুদিন আগেই দোলনায় দুললেন প্রধানমন্ত্রী। হঠাৎ তাঁর সঙ্গে লাগলো কী করে? কী রহস্য রয়েছে সেখানে?