কাজ ফিরে পাওয়ার দাবি নিয়ে সরব সিভিক ভলেন্টিয়াররা

0
2

“কাজ ফিরে পেতে চাই।” এই দাবি নিয়ে রাস্তায় নামল সিভিক ভলেন্টিয়াররা। শুক্রবার বহরমপুর স্কোয়ার ময়দানে তাঁরা একত্রিত হয়ে নিজেদের দাবির কথা জানান। তাঁদের বক্তব্য, ২০১৩ সালের অক্টোবর মাসে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ শুরু করেন তাঁরা। ২০১৪ সালের জুলাই মাসে সেই মেয়াদ শেষ হয়। তাঁদের দাবি, এরপর আর তাঁদের মেয়াদ বাড়ানো হয়নি। প্রায় ৪৫০ জন সিভিক ভলেন্টিয়ারকে পুনর্নিয়োগ করা হয়নি। অথচ সেই সময় যারা কাজে যোগ দিয়েছিলেন তাঁরা অনেকেই এখনও কাজ করছেন। এই বিষয়ে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও লাভ হয়নি বলেই বক্তব্য সংশ্লিষ্টদের। তাঁদের দাবি, অবিলম্বে তাঁদের কাজে যুক্ত করা হোক।