২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর স্তরে ভর্তি করার প্রক্রিয়া শুরু করতে পারবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি। তবে এক্ষেত্রে নতুন করে ইউজিসির অনুমোদনের জন্য আবেদন করতে বলা হয়েছে সব বিশ্ববিদ্যালয়কে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন নতুন নির্দেশিকা জানিয়েছে, ৯৬টি বিশ্ববিদ্যালয়কে ফের আবেদন করতে হবে। এই রাজ্যের ৫টি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পাঠক্রমের পাশাপাশি দূরশিক্ষার মাধ্যমে স্নাতকোত্তর স্তরে পড়ানো হয়। ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি চারটি বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষে দূরশিক্ষার প্রক্রিয়া শুরু করতে পারবে। প্রসঙ্গত, ২০১৯ সালে নভেম্বর মাসে ইউজিসির আওতাধীন ৯৬টি বিশ্ববিদ্যালয় দূরশিক্ষার প্রথম প্রথম চালু করতে চেয়ে ইউজিসির কাছে আবেদন জানিয়েছিল।































































































































