কিছুতেই বাগে আনা যাচ্ছে না মারণ ভাইরাসকে। আর এই সংক্রমণকে হাতিয়ার করে ভয় দেখাচ্ছে একাংশের মানুষ। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কোভিড আক্রান্তকে পাড়া থেকে নিয়ে যেতে এসেছিলেন স্বাস্থ্যকর্মী ও পুলিশকর্মীরা। কিন্তু পুলিশকর্মীদের গায়ে স্পর্শ করছেন তিনি। আর তাতে ভয় পাচ্ছেন পুলিশকর্মীরা। রীতিমতো তাড়া করে এলাকা থেকে ছাড়া করলেন ওই ব্যক্তি। সংক্রমণের ভয়ে দৌঁড়লে পালালেন পুলিশ অফিসাররা।