দমদম বিমানবন্দরের এক নম্বর গেটের কাছে বছর 45 বয়সের মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এক নম্বর গেটের কাছে বেশ কিছুক্ষণ মহিলা কাঁপছিলেন। উপস্থিত লোকিরা প্রথমে জল দেন। এরপর এয়ারপোর্টে ট্রাফিক গার্ডকে সমস্ত ঘটনা জানানো হয়। এরপরে এয়ারপোর্ট থানায় খবর দিলে, পুলিশ আছে দেরি করে বলে অভিযোগ। দীর্ঘক্ষণ বসে থাকতে থাকতে মহিলা শুয়ে পড়েন। তারপরেই মৃত্যু হয় বলে অনুমান স্থানীয়দের। বিকেল তিনটে থেকে পড়ে থাকে রাতে দেহ উদ্ধার করে এয়ারপোর্ট থানার পুলিশ।
কিন্তু প্রশ্ন উঠছে পুলিশকে খবর দেওয়ার পরেও, কেন এতো দেরি? করোনা আতঙ্কের কারণেই এই গড়িমশি বলে অভিযোগ স্থানীয়দের।




























































































































