বিস্তারবাদীদের দিন শেষ- নাম না করে চিনকে বার্তা মোদির

0
1

বিস্তারবাদীদের দিন শেষ- নাম না করে চিনকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শুক্রবার সকালে হঠাৎই লাদাখ সীমান্তে যান প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে জওয়ানদের উদ্দেশে ভাষণে তিনি বলেন, বিস্তারবাদীরা শান্তি বিঘ্নিত করে। যারা আগ্রাসনের নীতি নিয়েছে, বিশ্বে তারা শেষ হয়ে গিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এখন বিশ্বজুড়ে সবাই বিকাশের পথে হাঁটছে। বিকাশবাদই এখন প্রাসঙ্গিক। বিস্তারবাদীদের বিরুদ্ধে ভারত একজোট হয়ে লড়ে বিজয়ী হয়েছে। আগামী দিনেও হবে।
প্রধানমন্ত্রী বলেন, “সেনাদের এই লড়াইয়ের ফলে আত্মনির্ভর ভারত গড়ে উঠবে। যারা সীমান্তে লড়াই করছে আমরা তাদের স্বপ্নের ভারত বানাব”।
১৫ জুন লাদাখে ভারত-চিন সংঘর্ষ হয়। ইন্দো-চিন সীমান্ত সম্পর্কে ৪৫ বছর এমন সংঘর্ষ হয়নি। একাধিক উচ্চপদস্থ বৈঠকেও মিলছে না কোনও সমাধান। কারণ, বারবার কথার খেলাপ করছে চিন। ফলে কোনভাবেই তাদের সঙ্গে
সমঝোতায় পৌঁছনো সম্ভব হচ্ছে না।