প্রয়াত মিও আমোরের কর্ণধার অর্ণব বসু। বহুদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
২০১৫ সালে মনজিনিসের সঙ্গে ব্যবসা ভাগাভাগি হয়ে যায়। এরপর মিও আমোরে ব্র্যান্ডে নিজের রিটেল চেন শুরু করেন অর্ণব বসু। এখন কলকাতায় মিও আমোরের ২৫০টিরও বেশি আউটলেট।





























































































































