চিনের সঙ্গে সীমান্ত সংঘাত নিয়ে ভারতের পাশেই দাঁড়াল জাপান। শুক্রবার ভারতে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাতোশি সুজুকি সাফ জানান, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্থিতাবস্থা ভঙ্গ করতে পারে এমন একতরফা কোনও কাজকেই সমর্থন করে না জাপান।
চিনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘাত তীব্র হয়েছে গালওয়ান সংঘর্ষের পর। দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনার আঁচ পড়েছে আন্তর্জাতিক মহলেও। ভারতের বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে শুক্রবার বৈঠক করেন ভারতে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার ঘটনাবলী সম্পর্কে হর্ষবর্ধন শ্রিংলা বিস্তারিত জানান তাঁকে। এরপরই এই বিষয়ে টুইট করেন সুজুকি। বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে সুজুকি লেখেন, ভারত সরকার যে শান্তিপূর্ণ সমাধানের নীতি নিয়েছে তা জানতে পেরেছি। জাপানও আশা করে যে, আলোচনার মাধ্যমেই বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হবে। স্থিতাবস্থা নষ্ট হয় এমন যে কোনও একতরফা পদক্ষেপ সমর্থন করবে না জাপান।





























































































































