ফের রেকর্ড গড়ে একদিনে দেশে করোনা আক্রান্ত ২১ হাজার, ১৮ হাজার ছাড়ালো মৃত্যু

0
5

ফের একদিনে সর্বোচ্চ। করোনা সংক্রমণে নতুন রেকর্ড দেশে। এবার একদিনে কোভিড-১৯ আক্রান্ত হলেন ২০,৯০৩ জন। এই ২৪ ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৭৯ জন রোগীর। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে। আক্রান্তর বিচারে বিশ্বে ৪ নম্বর স্থানে রয়েছে ভারত।

যেখানে আরও বলা হয়েছে, বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,২৫,৫৪৪। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮,২১৩ জনের। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,৭৯,৮৯২ জন করোনাজয়ী। বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২,২৭,৪৩৯।