মমতার মেগা ভার্চুয়াল বৈঠকে তমোনাশের দায়িত্ব শুভাশিসকে

0
1

সদ্য প্রয়াত তমোনাশ ঘোষ ছিলেন তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ। তাঁর শূন্য পদে দায়িত্ব পেলেন রাজ্যসভার সাংসদ তথা দক্ষিণ ২৪ পরগণার জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী। একই সঙ্গে দলীয় কর্মীদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, চিন নিয়ে একমাত্র তিনিই বক্তব্য রাখবেন, অন্য কেউ নয়।

আমফান নিয়ে দুর্নীতি প্রসঙ্গে ফের মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ভার্চুয়াল মেগা বৈঠকে শুক্রবার তিনি সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, এবং সভাধিপতিদের স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যারা দুর্নীতি করেছে, তাদের ছাড়া হবে না। তা সে প্রধান হোন বা পঞ্চায়েত সমিতির সভাপতি হোন, তাদের বাঁচাতে যেন কেউ না আসে।

উত্তরবঙ্গে দলের পরিস্থিতি যে সুবিধাজনক নয়, তা জানেন নেত্রী। তাই বলেন, সকলে একসঙ্গে কাজ করুন। পরস্পরের সঙ্গে আলোচনা করুন এবং গুরুত্ব দিয়ে দলীয় দায়িত্ব ভাগ করে নিন। নেত্রীর বক্তব্য বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে। এ সময় দলীয় কর্মীরা বাড়িতে বসে না থেকে রাস্তায় নেমে প্রচার করুন। আসল তথ্য দিয়ে মানুষকে বুঝিয়ে দিন আসলে মিথ্যার রাজনীতি করছে বিজেপি।