করোনা সংক্রমণের জেরে বন্ধ এসবিআইয়ের এমসিসি শাখা

0
1

করোনা সংক্রমণে বন্ধ হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মানিকতলা সিভিক সেন্টার ব্রাঞ্চ।বিধাননগরের এসবিআইয়ের ওই শাখার ২১ কর্মীজন করোনা আক্রান্ত। সুরক্ষা ব্যবস্থা হিসেবে এখানে কর্মীদের করোনা পরীক্ষা করা হয় সেখানে ২১ জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে। ৯০ জনের রিপোর্ট আসা এখনও বাকি।

এই ছেড়ে ব্যাংকের এই শাখা বন্ধ করে দেওয়া হয়েছে আপাতত বন্ধ রয়েছে ব্যাঙ্কের ভবনের মধ্যেই থাকা ই-কর্নারটিও। একই কারণে বন্ধ করা হয়েছে এসবিআই-এর বন্ধ করা হয়েছে পার্কস্ট্রিট শাখাও।