অর্জুন ঘনিষ্ঠ বিধায়কের উপর হামলার অভিযোগে উত্তেজনা কল্যাণী হাইওয়েতে

0
1

উত্তর চব্বিশ পরগণায় অর্জুন সিং ঘনিষ্ঠ নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং-এর উপর দুষ্কৃতী হামলার অভিযোগ। বিধায়কের অনুগামীর গাড়ি ভাঙচুরের প্রতিবাদে বারাকপুর-কল্যাণী হাইওয়ে রোড অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থনরা। পড়ে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। অবরোধের জেরে ব্যাপক যানযটের সৃষ্টি হয় কল্যাণী হাইওয়ে রোডে।