সংবাদপত্র দিয়ে তৈরি করল ট্রেন ! কিশোরের প্রশংসায় রেলমন্ত্রক

0
3

বইয়ের তাকের পাশে ডাই করে রাখা পুরনো খবরের কাগজ। পড়তে বসার সময় বারবারই চোখ যায় কাগজ গুলির দিকে। বছর ১২ ছেলেটি ভাবে নতুন কিছু। হাতের কাজে পটু এই কিশোর পুরনো খবরের কাগজ দিয়ে বনযে ফেলে ট্রেনের মডেল!
কেরালার বাসিন্দা অদ্বৈত কৃষ্ণ-এর তৈরি করা ট্রেনের মডেলের ছবি শেয়ার করে রেল মন্ত্রক। আর তারপরই ভাইরাল হয়ে যায়।

অদ্বৈত মাত্র তিন দিনের মধ্যে পত্রিকার পৃষ্ঠা থেকে ট্রেনের একটি মডেলটি তৈরি করেছে। রেলমন্ত্রক অদ্বৈত-এর তৈরি মডেলটির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। সঙ্গে রয়েছে ভিডিও।
রেলমন্ত্রকের শেয়ার করা ছবি এবং ভিডিও দেখে উঠেছে প্রশংসার ঝড়।

কী ভাবে অদ্বৈত তৈরি করেছে এই মডেল ট্রেন?

এই ট্রেনের মডেল প্রস্তুত করতে খবরের কাগজের ৩৩ টি শীট ব্যবহার করা হয়েছে। তারপর সেই পাতাগুলি কেটে নিখুঁত ভাবে জুড়ে ট্রেনের মডেল তৈরি করেছে ওই কিশোর। খবরের কাগজ দিয়ে ট্রেন তৈরি করে এখন খবরের শিরোনামে অদ্বৈত।