সরকারি আশ্বাস মেলায় আপাতত আজ বৃহস্পতিবার থেকে রাস্তায় বেসরকারি বাস নামাতে রাজি হলেন মালিকরা। বুধবার পরিবহণ দফতরের সঙ্গে বৈঠকে মালিকরা অনেকগুলি নতুন দাবি তোলেন। সেই দাবি বিবেচনার আশ্বাসে দেওয়া হয়েছে পরিবহন দফতরের পক্ষ থেকে। তবে এই সমধানসূত্র যে পাকাপাকি নয়, তাও পরিষ্কার করে দিয়েছেন তাঁরা। মালিকদের বক্তব্য , কিছুদিন বাস নামানোর পরেও সরকার যদে দাবিগুলি পূরণের বিষয়ে নিশ্চুপ থাকে তখন তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন ।
মুখ্যমন্ত্রী দুদিন আগেই জানিয়েছিলেন, বাস না নামালে তা তুলে নেবে সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় কিছুটা চাপে পড়ে যান মালিকরা। আর তারপরই বরফ গলতে শুরু করে। পরিবহণ সচিবের উপস্থিতিতে বুধবারের
বৈঠক শেষে বাস মালিকরা জানান, পারমিট, ইন্স্যুরেন্স, সিএফ, ট্যাক্স ফি মকুব-সহ একাধিক দাবি জানানো হয়েছে সরকারের কাছে। পাশাপাশি রাস্তায় পুলিশ সাইটেশন কেস যাতে না দেয়, তা দেখতে বলা হয়েছে সরকারকে। এবং পুরোনো মামলার যাবতীয় জরিমানা মকুবের কথা বলা হয়েছে। পরিবহন দফতর সেগুলো বিবেচনা করার আশ্বাস দিয়েছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































