তৃণমূল কাটমানি উপর রাখে, কিন্তু দেশের প্রধানমন্ত্রী ও দেশের মানুষের উপর ভরসা নেই। দেশজুড়ে চিনের বিরুদ্ধে বিরোধীতা করা হচ্ছে আর অন্য দিকে তৃণমূল কংগ্রেস চিনের পক্ষে কথা বলছে। আজ, বৃহস্পতিবার বিজেপি নেতা রাহুল সিনহা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার করোনা মোকাবিলায় নিজের দেশে পিপিই কিট-ভেন্টিলেটর তৈরি করেছে। চিন থেকে আনতে হয়নি। তাই দেশের সরকারের উপর ভরসা রাখার অনুরোধ করেছেন তিনি।