“ভারতীয় ক্রিকেটের ক্ষতি করেছেন মনোহর,” বিস্ফোরক মন্তব্য  শ্রীনিবাসনের

0
1

বুধবার আইসিসি-র চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন শশাঙ্ক মনোহর। এরপরই তোপ দাগেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসন। তাঁর বক্তব্য, বিশ্বের কাছে বিসিসিআইয়ের প্রাসঙ্গিকতা অনেকটাই কমিয়ে দিয়েছেন মনোহর।

সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “নতুন প্রজন্মের কাউকে গুরুত্ব দিলেই, মনোহর নিরাপত্তাহীনতায় ভুগত। ভারতীয় ক্রিকেটের ক্ষতি করেছে ও। ওঁর চলে যাওয়াতে দেশের ক্রিকেট মহল খুশিই হবে।” এমন কী মনোহর ভারত বিদ্বেষী বলেও অভিযোগ করেছেন শ্রীনিবাসন। তিনি বলেন, ভারতীয় ক্রিকেটের অর্থনীতিতে আঘাত করেছে মনোহর। বর্তমান পদাধিকারীরা মনোহরকে পাত্তা দেননি। তাই মনোহর এখন পালিয়ে যাচ্ছেন।”

প্রসঙ্গত, আইসিসির চেয়ারম্যান হিসাবে ২০১৫ সালে দায়িত্ব নেন শশাঙ্ক মনোহর। এর পর টানা দুই দফায় ক্ষমতায় ছিলেন। তাঁর পরিবর্তে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হয়েছেন হংকংয়ের ইমরান খোয়াজা।