রথে পারেননি, উল্টো রথে স্বামী নিখিল জৈনকে নিয়ে সামিল হলেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। বুধবার, সেই ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে নুসরত লেখেন, সব উৎসব পালনে কেউ তাঁকে বাধা দিতে পারবে না। আরেকটি পোস্টে তিনি লিখেছেন, “মানবতা সবার উপরে”। ইসকনের রথযাত্রা শামিল হতে পেরে তিনি সম্মানিত।
গতবছর ইসকনের রথযাত্রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বামীকে নিয়ে যোগ দিয়েছিলেন নুসরত জাহান। সেই বিষয় নিয়ে তুমুল জলঘোলা হয়। কট্টর ধর্মীয় সংগঠনগুলি নুসরতের সমালোচনায় সুর চড়ায়। হয়তো তারই জবাব দিতে এবার এই পোস্টটি করেছেন তৃণমূল সাংসদ।
ছবিতে দেখা গিয়েছে তিনি এবং নিখিল দুজনেই মাস্ক পরে, দূরত্ব বজায় রেখেই ইসকনের রথযাত্রা শামিল হয়েছেন। নিষেধাজ্ঞা থাকায় এবার অনাড়ম্বরভাবেই রথযাত্রার মতোই উল্টোরথ পালন করেছে ইসকন।
Nothing would dampen my spirit to celebrate all festivals ?
— Nusrat (@nusratchirps) July 1, 2020