ভক্ত ছাড়াই জগন্নাথদেব ফিরলেন পুরীর মন্দিরে

0
3

অতিমারির কারণে এবার পুরীর রথযাত্রা সম্পূর্ণ ভক্ত ছাড়াই সম্পন্ন হলো। অন্যবার রথযাত্রা ও উল্টো রথকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ ঘটে পুরীতে। সৈকত নগরীতে জায়গা পাওয়াটাই কঠিন হয়ে পড়ে। অতিমারি পরিস্থিতির জন্য এবার ছবিটা একেবারে অন্য। ওড়িশা সরকার চরম সতর্কতার সঙ্গে রথযাত্রা উৎসব পালন করছে। বাইরের রাজ্য বা ওড়িশার অন্য জায়গা থেকে ভক্তদের যাতায়াতের ওপর জারি করা হয়েছে করা কড়া নিষেধাজ্ঞা।

উল্টোরথে রথের রশি টানার জন্য মন্দির সোসাইটির পক্ষ থেকে দেড় হাজার সেবাইতকে প্রস্তুত রাখা হয়েছিল। উল্টোরথে অংশগ্রহণকারী প্রত্যেক সেবাইতের কোভিড পরীক্ষাও করা হয়েছিল।

২ জুলাই থেকে ৪ জুলাই পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে পুরীতে। বুধবার বেলা ১২টা নাগাদ মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির থেকে বার করে এনে মহাপ্রভু জগন্নাথকে রথে তোলা হয়েছিল। এরপর মহাপ্রভু যাত্রা করেন পুরীর মন্দিরের উদ্দেশ্যে।