অতিমারি পরিস্থিতিতে টীকার ব্যবহার নিয়ে কড়া নির্দেশ মোদির

0
1

অতিমারির প্রকোপ কমাতে ভারতে টীকা আবিষ্কারের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার রাতে প্রতিষেধক নিয়ে রিভিউ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি টীকা সহজলভ্য করার বার্তা দিয়েছেন। এবং ভারতের কোনও নাগরিক যাতে এই টীকা থেকে বঞ্চিত না হন তার দিকেও লক্ষ্য রাখার কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

অতিমারির ভ্যাকসিন নিয়ে গাইডলাইন বেঁধে দিয়েছেন মোদি। ফাউন্ডেশন অব ভ্যাকসিন ম্যানেজমেন্ট অব ইন্ডিয়ার পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। যাঁদের আগে প্রয়োজন সেই অনুযায়ী টীকাকরণ করতে হবে। সর্বপ্রথম অতিমারির চিকিৎসায় যুক্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, হাসপাতালের সাফাইকর্মীদর টীকাকরণ করতে হবে।

পিএমও’র তরফ থেকে জানানো হয়েছে, ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে কেউ যেন টীকা থেকে বঞ্চিত না হয়। অতিমারির টীকাকে সহজ লভ্য ও সুলভ করতে হবে। সেই ভেবেই টীকার উৎপাদন করতে হবে।