এবছর থিম সরিয়ে ফের সাবেকিয়ানার পথে দুর্গাপুজো

0
2

থিম পুজোর জেরে হারিয়ে গিয়েছিল সাবেকিয়ানা। এবার করোনার থাবায় আবার তা ফিরে আসছে। কারণ, এবছর আর বাইরে থেকে কোনও ডেকোরেটর কেউ আনতে চাইছে না। এর প্রভাব পড়েছে উত্তরবঙ্গের অন্যতম বিগ বাজেটের পুজো সেন্ট্রাল কলোনি দুর্গাপুজা কমিটিরতে। এবার তাদের পুজো আর জাঁকজমকভাবে হচ্ছে না।ছোট করেই পুজো হবে। আর তাই বুধবার চিরাচরিত প্রথা মেনেই প্রতি বছরের মতো এবছরেও উল্টোরথের দিন খুঁটি পুজো সারল সেন্ট্রাল কলোনি দুর্গা পুজো কমিটি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সদস্যরা। পার্থ দে বলেন, করোনা পরিস্থিতিকে মাথায় রেখেই থিম পুজো বাতিল করা হয়েছে। সকলকেই সামাজিক দূরত্ব বজিয়ে রেখে দর্শন করতে হবে। এছাড়াও মাস্ক পরেই পুজো দেখতে হবে। মণ্ডপে স্যানিটাইজারের ব্যবস্থা করা থাকবে।