টিকটকের বিকল্প পেয়ে গেলো দেশ। চিনের জনপ্রিয় অ্যাপ টিকটক নিষিদ্ধ হওয়ার পর থেকে অনেকেরই মন খারাপ ছিল। এবার তাদের জন্য সুখবর। টিকটকের বিকল্প হিসবে বিনোদন দিতে চলে এলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাপ “চিঙ্গারি”।
উল্লেখ্য, গত সোমবার রাতে কেন্দ্রীয় সরকার টিকটক-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে দেওয়ার পর থেকেই বিনোদনের বিকল্প হিসেবে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছে এই ভিডিও শেয়ারিং অ্যাপটি। “চিঙ্গারি”র কো-ওনার সুমিত ঘোষ জানিয়েছেন, বর্তমানে ঘণ্টায় তিন থেকে চার লক্ষবার ডাউনলোড করা হচ্ছে তাঁদের অ্যাপটি।
চিঙ্গারিতে টিকটকের মতো ভিডিও পোস্ট করতে পারেন ব্যবহারকারীরা। এছাড়া ট্রেন্ডিং খবর, বিনোদনমূলক খবর, মজার ভিডিও, ভিডিও সং, শুভেচ্ছা বার্তা, লাভ কোট, হোয়াটসঅ্যাপ স্টেটাসের ভিডিও পাওয়া যায়। প্রায় ১০ হাজার ক্রিয়েটর নিয়মিত এই প্ল্যাটফর্মে বিভিন্ন কন্টেন্ট আপলোড করছেন বলে দাবি করেন সুমিত ঘোষ।





























































































































