চিনা সংস্থাকে বরাত নয়, টেন্ডার বাতিল বিএসএনএল-এর

0
2

চিনকে বয়কটের ক্ষেত্রে আরও এক ধাপ এগোল ভারত। বিএসএনএল এর ৪জি পরিষেবা উন্নত করতে টেন্ডার বাতিল করা হলো। জানা গিয়েছে, চিনের সংস্থার থেকে কোনও সরঞ্জাম নেবে না রাষ্ট্রায়ত্ত সংস্থা। তাই বাতিল করা হয়েছে টেন্ডার।

জানা গিয়েছে, পরিষেবা উন্নত করতে কী কী লাগবে, সেই সংক্রান্ত রিপোর্ট পেলেই নয়া টেন্ডার ডাকা হবে। প্রায় ৭-৮ হাজার কোটি টাকার কাজের বরাত দেবে কেন্দ্র। ইতিমধ্যেই চিনা সংস্থা হুয়ায়েই ও জেটিই- র সঙ্গে সম্পর্ক ছেদ করেছে আমেরিকা। সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ১৫ জুন গালওয়ানে ভারত- চিনের সংঘর্ষ হয়। ঘটনায় শহিদ হন ২০ জন ভারতীয় সেনা। এরপরই কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছে, বিএসএনএল ও এমটিএনএলের ৪জি পরিষেবায় ব্যবহার করা যাবে না চিনা যন্ত্র। পাশাপাশি চিনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত।