ভারতের কোম্পানিতে বিনিয়োগ করেছে চিন, কে কে আছে তালিকায়?

0
1

৫৯টি চিনা অ্যাপ বন্ধ করার ঘোষণা করেছে কেন্দ্র। কিন্তু ভারতের বেশ কিছু সংস্থায় চিনের একাধিক কোম্পানির বিনিয়োগ রয়েছে। এই তালিকায় রয়েছে স্ন্যাপডিল, সুইগি, জোম্যাটো, বিগ বাস্কেট, হাইক, মেক মাই ট্রিপ, ওলা, পেটিএম, পলিসি বাজারের মতো নামজাদা সংস্থা।

গ্লোবাল ডেটার তথ্য অনুযায়ী, ৪ বছরে ভারতীয় স্টার্টআপে চিনের বিনিয়োগ বেড়েছে ১২ গুন। ভারতের ২৪টি স্টার্টআপের মধ্যে ১৭টি কোম্পানিতে চিনের আলিবাবা, টেনসেন্ট, টিআর ক্যাপিটাল ও হিলহাউস ক্যাপিটাল মতো কোম্পানি বিনিয়োগ করেছে। ২০১৬ সালে স্টার্টআপে চিনের কোম্পানি গুলির বিনিয়োগ ছিল ৩৮১ মিলিয়ন ডলার। ২০১৯ সালে সেই বিনিয়োগের পরিমাণ বেড়ে হয়েছে ৪.৬ বিলিয়ান ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩২ হাজার কোটি টাকা।