ভারতকে শায়েস্তা করতে পাক জঙ্গিদের সঙ্গে হাত মেলাচ্ছে চিন!

0
1

ভারত-চিন সংঘর্ষের আবহে তৎপর হয়েছে পাক সেনারা। গিলগিট-বালুচিস্তানে ভারত-পাক নিয়ন্ত্রণরেখা বরাবর পাক সেনাদের তৎপরতা বেড়েছে। গোয়েন্দা সূত্রে খবর, ভারতকে চাপে রাখতে পাক জঙ্গি সংগঠনগুলির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে চিন। প্রকৃত নিয়ন্ত্রণরেখা উত্তেজনার আবহেই ‘বন্ধু’ চিনকে সাহায্য করতে অন্তত ২০ হাজার সেনা গিলগিট সীমান্তে পাঠিয়েছে পাকিস্তান।

কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, চিন এবং পাকিস্তান ভারতকে দুই দিক থেকে চাপে রাখতে চাইছে। ভারতীয় সেনা ও বায়ুসেনার শক্তি দেখে উল্টো পথে চাপ দিতে শুরু করেছে চিন। সূত্রের খবর, পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির সঙ্গে আলোচনা শুরু করেছে জিংপিং সরকার। কৌশলগতভাবে চিন কাশ্মীরে অশান্তি জিইয়ে রাখতে চাইছে। তাই এই কাজে সফল হতে জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে কথাবার্তা শুরু করেছে। এই তালিকায় রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই।