জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

0
1
  • এমন মরসুমের মধ্যে ঢুকছি সেখানে হাঁচি, কাশি, সর্দি এসব বেশি হয়
  • দুনিয়ার মধ্যে করোনায় ভারতের মৃত্যু হার ছিল সবচেয়ে কম
  • লকডাউনের ফলে সংক্রমণ নিয়ন্ত্রণ করা গিয়েছিল
  • কিন্তু আনলক শুরু হতে ব্যবহারে পরিবর্তন দেখা দিয়েছে
  • লকডাউনে মাস্ক পরা, ঠিকমতো হাতধোয়া, দূরত্ব বজায় রাখা, এগুলো হয়েছে
  • অথচ এখন নিয়ম পালন করা সবচেয়ে বেশি উচিত
  • এটি ১৩০ কোটি ভারতবাসী জীবনরক্ষার প্রশ্ন
  • সাধারণ মানুষ হোন বা প্রধানমন্ত্রী- কেউ নিয়মের ঊর্ধ্বে নন
  • সারাদেশের সবাই চেষ্টা করেছেন কোনও গরিব মানুষ এই সময় যাতে অভুক্ত না থাকেন
  • এই কারণে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা নিয়ে এসেছে
  • কনটেনমেন্ট জোনে কড়া নজর রাখতে হবে
  • যারা এসব নিয়ম মানছে না, তাদের কঠোরভাবে এই নিয়ম পালন করাতে হবে
  • করোনার সঙ্গে লড়েও দেশের ৮০ কোটি লোককে তিনমাস বিনামূল্যের রেশন দেওয়া হয়েছে
  • আমাদের দেশে বর্ষাকালে কৃষি কাজ বেশি হয়
  • জুলাই মাস থেকে দেশে উৎসবের মরসুম শুরু হয়
  • দিওয়ালি-ছটপুজা পর্যন্ত বিনামূল্যে ৮০ কোটি পরিবারকে রেশন দেওয়া হবে
  • এর জন্য কেন্দ্র সরকারের অতিরিক্ত ৯০ হাজার কোটি টাকা খরচা হবে
  • এক দেশ, এক রেশন কার্ড চালুর ব্যবস্থা হচ্ছে
  • দেশের করদাতারই দেশের অন্ন ভান্ডারকে বৃদ্ধি করেছেন
  • এইজন্য দেশের সমস্ত করদাতাদের কৃষক, মজুরদের তরফ থেকে নমস্কার জানাই
  • আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য দিনরাত এক করতে হবে
  • সবাই সুস্থ থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন