আনলক টু-তে মর্নিংওয়াকে অনুমতি মমতার

0
3

আনলক ওয়ান পেরিয়ে আনলক টু-এর পথে রাজ্য। বিধি মেনে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। এই পরিস্থিতিতে মর্নিংওয়াকে অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, অনেকেই আছেন যাঁদের সকালবেলায় না হাঁটলে, নিজেদের ফিট মনে হয় না। তাঁদের জন্য মর্নিংওয়াকের অনুমতি দেওয়া হচ্ছে। তবে সে ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে।

• ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটার মধ্যে মর্নিংওয়াক সারতে হবে

• মাস্ক পরা বাধ্যতামূলক

• সামাজিক দূরত্ব বজায় রেখে মর্নিংওয়াক করতে হবে

• মর্নিংওয়াকের নামে ভিড় বা জমায়েত করা যাবে না।