অন্ধ্রপ্রদেশের একটি ওষুধ প্রস্তুতকারী কারখানায় গ্যাস লিকের ঘটনা ঘটেছে। এর জেরে মৃত্যু হয়েছে ২ শ্রমিকের। অসুস্থ হয়েছেন আরও ৪ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। পুলিস সূত্রে জানা গিয়েছে, গ্যাস ছড়িয়ে পড়তে পারেনি বলেই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেল। মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। মুখ্যমন্ত্রী দপ্তরর সূত্রে জানানো হয়েছে, সোমবার রাত ১২টা নাগাদ এই গ্যাস লিক হতে শুরু করে। সেই সময় ওই শ্রমিকরা কর্মরত ছিলেন। এরপরই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।































































































































